05/06/2025 দেশজুড়ে লোডশেডিং শূন্যের কোঠায় : সজীব ওয়াজেদ জয়
মো: মনিরুল ইসলাম
১১ জুন ২০২৩ ২০:৫৬
বিদেশবার্তা ডেস্ক : দেশজুড়ে লোডশেডিং শূন্যের কোঠায় নেমে এসেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
শনিবার (১০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এমন দাবি করেন তিনি।
ফেসবুক পোস্টে জয় লেখেন, দেশজুড়ে শূন্যের কোঠায় লোডশেডিংঃ গত ৮ই জুন থেকে সারাদেশে ব্যাপকহারে কমেছে লোডশেডিং। আস্থা রাখুন জননেত্রী শেখ হাসিনার প্রতি। জনগণের সেবা করাই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য।
ওই পোস্টে সংযুক্ত ভিডিওতে দাবি করা হয়, গত ৯ জুন লোডশেডিং একেবারে শূন্যের কোঠায় নেমে আসে। এদিন বিদ্যুৎ উৎপাদন হয় ১২ হাজার ৫৬৮ মেগাওয়াট। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুরে লোডশেডিং একেবারেই ছিল না। কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগে উৎপাদনে ঘাটতি হলেও লোডশেডিং দেয়নি জাতীয় লোড ডেসপাচ সেন্টার। বিদ্যুতে ঘাটতি মাত্র ১.০১ শতাংশ ছিল বলেও উল্লেখ করা হয় ভিডিওতে।
এদিকে দেশজুড়ে বেড়েছে লোডশেডিং। ডলার সংকট ও কয়লার অভাবে গত ৫ জুন বন্ধ হয়ে যায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। একই কারণে ৯ জুন বন্ধ হয়ে যায় বাঁশখালী তাপবিদ্যুৎ কেন্দ্র। ধুঁকছিল রামপাল বিদ্যুৎকেন্দ্রও।
পায়রা বিদ্যুৎকেন্দ্রের সূত্র বলছে, কয়লা আমদানির জন্য ঋণপত্র খোলা হয়েছে। কয়লা আসতে সময় লাগতে পারে অন্তত ২৫ দিন। সে হিসাবে জুনের শেষ সপ্তাহে আবার শুরু হতে পারে বিদ্যুৎ উৎপাদন।
উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে ঘাটতি পূরণের উদ্যোগ নেয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। ঘাটতি পূরণে ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে বাড়ানো হয় উৎপাদন। পাশাপাশি উৎপাদন শুরু করেছে চট্টগ্রামের বাঁশখালীতে এসএস পাওয়ারও। এরই মধ্যে শনিবার রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য ২৬ হাজার ৬২০ টন জ্বালানি কয়লা নিয়ে মোংলা বন্দরে ভেড়ে চীনা পতাকাবাহী জাহাজ। বিদ্যুৎকেন্দ্রের কর্তৃপক্ষ বলছে, গত ২১ মে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। শুক্রবার রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় এসে পৌঁছায় জাহাজটি। এরপর সেখান থেকে জাহাজটি শনিবার ভোর ৫টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার-১১ নম্বর অ্যাংকারেজে ভিড়েছে।