05/01/2025 যুক্তরাষ্ট্রের ডলারের দরপতন
মো: মনিরুল ইসলাম
৭ জুন ২০২৩ ১৫:০৪
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডলারের দরপতন ঘটেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বৃদ্ধি থেকে বিরতে থাকতে পারে। এতে মার্কিন মুদ্রার মূল্য হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
বুধবার (৭ জুন) কার্যদিবসের শুরুতে অস্ট্রেলিয়ার মুদ্রার মান বেড়েছে। প্রতি অসি কারেন্সির দর স্থির হয়েছে শূন্য দশমিক ৬৬৯০ ডলারে। মধ্য-মে’র পর যা সর্বোচ্চ।
আগামী সপ্তাহে বৈঠকে বসবেন ফেডের নীতি-নির্ধারণী কর্তারা। ব্যবসায়ীরা মনে করছেন, এবার সুদ হার বাড়াবে না তারা। মূলত এতেই ডলারের অবমূল্যায়ন ঘটেছে।
গ্রিনব্যাকের বিপরীতে স্টার্লিংয়ের শক্তি বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ০৮ শতাংশ। ব্রিটিশ মুদ্রাটির দাম নিষ্পত্তি হয়েছে ১ দশমিক ২৪৩২ ডলারে।
নিউজিল্যান্ডের কারেন্সিও সমান হারে ঊর্ধ্বমুখী হয়েছে। কিউই মুদ্রার দর দাঁড়িয়েছে ১ দশমিক ২৪৩২ ডলারে।
সিএমই ফেডওয়াচ টুল সূত্র জানায়, আসন্ন সপ্তাহে ফেডের সুদ হার বাড়ানোর সম্ভাবনা আছে মাত্র ১৯ শতাংশ। তাও সেটা ২৫ বেসিস পয়েন্ট। তবে তা না বৃদ্ধির পক্ষেই বাজি ধরছে মুদ্রা বাজার।
তাতে ইউএস ডলার সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ০৩ শতাংশ। বর্তমানে তা ১০৪ দশমিক ০৫ পয়েন্টে অবস্থান করছে।
এ প্রেক্ষাপটে ইউরো ঊর্ধ্বগামী হয়েছে শূন্য দশমিক ০৭ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মুদ্রাটির মূল্যমান হয়েছে ১ দশমিক ০৬৯৮ ডলারে।
জাপানি মুদ্রার বিরুদ্ধে প্রধান আন্তর্জাতি মুদ্রা দুর্বল হয়েছে শূন্য দশমিক ২৭ শতাংশ। ডলারপ্রতি বিনিময় হার হচ্ছে ১৩৯ দশমিক ২৬ ইয়েন।
কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার মুদ্রা কৌশলবিদ ক্যারল কঙ বলেন, ‘আমরা মনে করি না পরের সপ্তাহে সুদের হার বাড়াবে ফেড। তবে ঝুঁকি আবার উল্টো দিকে তির্যক হয়েছে।’