05/01/2025 সুইডেনের পাঁচ কূটনৈতিককে বহিষ্কার করেছে রাশিয়া
আল আমিন
২৬ মে ২০২৩ ০১:২০
আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনের পাঁচ কূটনৈতিক কর্মকর্তাকে বহিষ্কার করেছে রাশিয়া। সেই সাথে সুইডেনের গোথেনবার্গে অবস্থিত রাশিয়ার সাধারণ কনস্যুলেট এবং সেন্ট পিটার্সবার্গে অবস্থিত সুইজারল্যান্ডের কূটনৈতিক মিশন বন্ধ করার ঘোষণা দিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সুইডেনের রাষ্ট্রদূত মেলেনা মার্ডকে তলব করে মস্কোর পাল্টা ব্যবস্থার কথা জানানো হয়েছে। আন্তর্জাতিক কূটনৈতিক আইন মেনেই এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে বলেও দাবি করেছে মন্ত্রণালয়টি।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে সুইডেন রাশিয়ার পাঁচ কূটনৈতিক কর্মকর্তাকে বহিষ্কার করেছিল।
রাশিয়ার দাবি, ইউরোপের দেশগুলো রাশিয়া বিরোধী প্রচারণায় মেতে উঠেছে। তার অংশ হিসেবেই সুইডেনও রাশিয়ার সাথে শত্রুতামূলক আচরণ শুরু করেছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, চলতি বছরের পহেলা সেপ্টেম্বর থেকে গোথেনবার্গের রাশিয়ার সাধারণ কনস্যুলেট বন্ধ করে দেওয়া হবে। একই সময়ের মধ্যে সেন্ট পিটার্সবার্গের সুইডিশ কনস্যুলেটও বন্ধ করে দেওয়া হবে।
সূত্র: এএফপি
বিদেশ বার্তা/ এএএ