05/01/2025 রাষ্ট্রদ্রোহ আইনকে অসাংবিধানিক বলল পাকিস্তানের আদালত
মো: মনিরুল ইসলাম
১ এপ্রিল ২০২৩ ০৩:৫৩
আন্তর্জাতিক ডেস্ক : বাকস্বাধীনতার প্রতি গুরুত্ব দিয়ে রাষ্ট্রদ্রোহ আইনকে অসাংবিধানিক ঘোষণা করেছেন পাকিস্তানের লাহোরের হাইকোর্ট।
বৃহস্পতিবার আদালতের একটি একক বেঞ্চ এ ঘোষণা দেন। খবর আল জাজিরার।
আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে, পাকিস্তানের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে পাকিস্তান সরকার রাষ্ট্রদ্রোহ আইন ব্যবহার করছে, এমন অভিযোগ তুলে আইনটির বিরুদ্ধে লাহোরের হাইকোর্টে বেশ কয়েকটি আবেদন করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি শাহিদ করিম এ রায় দেন। পাকিস্তানের সুপ্রিম কোর্ট যদি হাইকোর্টের এই সিদ্ধান্ত বাতিল না করেন, তাহলে রায়টি সারা দেশে কার্যকর হবে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ১৮৬০ সালে ভারতবর্ষে রাষ্ট্রদ্রোহ আইনটি জারি করেছিল ব্রিটিশ ঔপনিবেশিক সরকার। এতে বলা হয়েছে, ‘কেউ যদি মৌখিক, লিখিত, আকার-ইঙ্গিত, দৃশ্যমান কর্মকাণ্ড বা অন্য কোনোভাবে আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত কেন্দ্রীয় বা প্রাদেশিক সরকারের বিরুদ্ধে ঘৃণা ছড়ায় বা অবমাননা করে বা করার চেষ্টা করে অথবা অসন্তোষ ছড়াতে উসকানি দেয় বা উসকানি দেওয়ার চেষ্টা করে, তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ জরিমানা করা হতে পারে অথবা জরিমানাসহ বা জরিমানা ছাড়া কারাদণ্ড দেওয়া হতে পারে, যার মেয়াদ তিন বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।'
লাহোরের আদালতে আইনটির বিরুদ্ধে একজন আবেদনকারীর আইনজীবী আবুজর সালমান নিয়াজি বলেন, আইনটি পাকিস্তানের সংবিধানের অনুচ্ছেদ–১৯ লঙ্ঘন করে। এই অনুচ্ছেদে বাক্স্বাধীনতার পক্ষে বলা হয়েছে।
বিগত বছরগুলোতে পাকিস্তানে বিভিন্ন সরকারের আমলে রাষ্ট্রদ্রোহ আইনটি রাজনৈতিক প্রতিপক্ষ ও সাংবাদিকদের হয়রানি করতে ব্যবহার করা হয়েছে।
রাষ্ট্রদ্রোহ আইনের শিকার হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানও।