05/05/2025 এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল সোমবার
মো: মনিরুল ইসলাম
১২ মার্চ ২০২৩ ১৭:৩৪
বিদেশবার্তা ডেস্ক : সারা দেশের মেডিকেল কলেজগুলোর এমবিবিএস (২০২২-২৩ শিক্ষাবর্ষ) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল সোমবার (১৩ মার্চ) প্রকাশিত হবে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
শনিবার (১১ মার্চ) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষার পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন।
তিনি বলেন, আমাদের পরিকল্পনা সোমবারের মধ্যে ফলাফল দেওয়া। স্বাস্থ্যমন্ত্রীকে জানিয়েছি। তিনি যদি আমাদের অধিদপ্তরে সময় দিতে পারেন, এখানেই আয়োজন করব। তা না হলে সচিবালয়ে প্রকাশ হতে পারে।
প্রসঙ্গত, ১০ মার্চ কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর ৫টিসহ দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।