05/05/2025 শনিবার ‘বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
মো: মনিরুল ইসলাম
১১ মার্চ ২০২৩ ০৭:৪৭
বিদেশবার্তা ডেস্ক : দেশের ব্যবসা ও বিনিয়োগকে সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত ‘বাংলাদেশ বিজনেস সামিট’ শনিবার (১১ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে জানিয়েছে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
শুক্রবার (১০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আয়োজক সংগঠনটি। ১১ থেকে ১৩ মার্চ তিন দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে শনিবার (১১ মার্চ) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ বিজনেস সামিট। এদিন সকাল ১০ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ শীর্ষ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিনে ‘বেস্ট অব বাংলাদেশ এক্সপো’ও উদ্বোধন করবেন তিনি।
মূলত এফবিসিসিআই’র ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ আয়োজনের মাধ্যমে অর্থনীতিতে বাংলাদেশের অর্জন, রফতানি ও স্থানীয় ভোক্তা বাজারের পাশাপাশি বিনিয়োগ সক্ষমতা বিদেশিদের কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেন, এই সামিট বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে, নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করতে ও দেশে ব্যবসা সম্প্রসারণে সহায়তা করবে। এছাড়া তিন দিনের সামিটে বাংলাদেশের বিভিন্ন খাত নিয়ে ১৭টি সেমিনার ও তিনটি প্ল্যানারি সেশন অনুষ্ঠিত হবে।
এদিকে যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভূটান, সংযুক্ত আরব আমিরাতসহ ১২টি আন্তর্জাতিক সংস্থার সিইও, ২০০ জনের বেশি বিদেশি বিনিয়োগকারী ও বিশ্বের ১৭টি দেশের ব্যবসায়ী নেতারা সম্মেলনে অংশ নেবেন। এ ছাড়া এ আয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সম্মেলনের সহ অংশীদার হিসেবে এফবিসিসিআইকে সহযোগিতা করবে বলে জানান আয়োজকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা।