05/01/2025 রিজভীকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে : আমান
আল আমিন
২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:২৩
নিজস্ব প্রবিবেদক: সুচিকিৎসা না দিয়ে কারাগারে রুহুল কবির রিজভীকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জাতীয়তাবাদী ছাত্রদল উত্তরাঞ্চলের সাবেক ও বর্তমান নেতারা এ প্রতিবাদ সভাটির আয়োজন করে।
আমানউল্লাহ আমান বলেন, কিছুদিন আগে রিজভীর বাসায় গিয়েছিলাম। তার সহধর্মীনির সঙ্গে কথা বলে জেনেছি যে, তিনি (রিজভী) কী পরিমাণ অসুস্থ। কেন তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। কারাগারে নাসির উদ্দিন পিন্টুকে মেরে ফেলা হয়েছে। ঠিক একইভাবে আজকে রিজভীকে সরকার মারার পরিকল্পনা করছে।
তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি ও রিজভীসহ বিএনপির সব গ্রেফতারকৃত নেতাদের মুক্তির লক্ষ্যে আগামীতে কর্মসূচি দেওয়া হবে। তাদের সবাইকে আমরা মুক্ত করবো ইনশাআল্লাহ। অতীতে রাজপথ ছাড়া কোনো ফয়সালা হয়নি। তাই নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। শেখ হাসিনার পতন ছাড়া দেশ ও জনগণের মুক্তি নেই। এ লক্ষ্যে বিএনপির নেতৃত্বে আন্দোলন চলছে। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। মৃত্যু হবে, তবুও আমরা কেউ রাজপথ ছেড়ে যাবো না।
বিদেশ বার্তা/ এএএ