05/02/2025 বেলুন কাণ্ডে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ চীনের
আল আমিন
১৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:১০
আন্তর্জাতিক ডেস্ক : নজরদারি বেলুন কাণ্ডে এবার নতুন অভিযোগ এনেছে চীন। শি জিনপিংয়ের দেশের দাবি, গত বছরেই অন্তত ১০ বারের বেশি চীনা আকাশ সীমা লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্রের বেলুন।
এরইমধ্যে যুক্তরাষ্ট্রসহ আশপাশের এলাকায় চারটি বেলুন ও রহস্যজনক বস্তুর খোঁজ পাওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে প্রথমটিকে সরাসরি চীনা নজরদারি বেলুন বললেও বাকিগুলোর বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
চীন প্রথম বেলুনটিকে নিজেদরে বলে স্বীকার করলেও বাকিগুলোর বিষয়ে কোনো মন্তব্য করেনি। বেলুন কাণ্ডে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চীন সফর বাতিল করেছেন।
এবার চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, ‘এটা অস্বাভাবিক কোনো ঘটনা নয় যুক্তরাষ্ট্রও অন্য দেশের আকাশ সীমা হরহামেশাই লঙ্ঘন করে থাকে।’
এই চীনা মুখপাত্র দাবি করেছেন, ‘গেল এক বছরেই যুক্তরাষ্ট্রের বেলুনগুলো ১০ বারের বেশি চীনের আকাশ থেকে উড়ে গেছে। এতে কোনো অনুমোদনও নেওয়া হয়নি।’
তবে বেইজিংয়ের অভিযোগের বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন।
সূত্র: বিবিসি
বিদেশ বার্তা/ এএএ