05/01/2025 নতুন কর্মসূচি ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ
আল আমিন
৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:০৯
নিজস্ব প্রতিবেদক: সরকার পতন দাবিতে রাজপথে আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ নতুন কর্মসূচি ঘোষণা করেছে।
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা এই মোর্চা আগামী ১১ ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশে পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি দিয়েছে।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক নতুন কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, গণতন্ত্র মঞ্চ, বিএনপিসহ সব বিরোধী দল আশা করি, স্ব স্ব জায়গা থেকে একই কর্মসূচি ঘোষণা করবেন।
তিনি বলেন, ঢাকায় ১১ ফেব্রুয়ারি সকাল ১০টায় মিরপুর ১২ নম্বরে আমাদের পদযাত্রা শুরু হবে। সেখান থেকে আমরা ফার্মগেট, শাহবাগ, পল্টন হয়ে মতিঝিলে গিয়ে শেষ করব। একই সঙ্গে গণতন্ত্র মঞ্চ জেলা ও বিভাগীয় পর্যায়েও এই কর্মসূচি করবে।
বিদেশ বার্তা/ এএএ