05/02/2025 ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা
মো: মনিরুল ইসলাম
২৪ জানুয়ারী ২০২৩ ০৩:৩৯
লালমনিরহাট : লালমনরিহাটের বুড়িমারীতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন অজ্ঞাত পরিচয় (৪৫) এক ব্যক্তি।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বুড়িমারী-লালমনিরহাট রেলরুটেরে পাটগ্রাম উপজলোর বুড়মিারী ইউনয়িনরে বেলতলি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুড়মিারী থেকে লালমনিরহাট গামী একটি ট্রেনে বেলতলি এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনের সামনেই রেললাইনে ঝাঁপিয়ে পড়েন অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পাটগ্রাম ফায়ার র্সাভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে আগত স্থানীয় জনতা মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি।
পাটগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মজিদার রহমান বলেন, মৃত ব্যক্তির পড়নে ছিল লুঙ্গি আর সোয়েটার। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লালমনরিহাট রেলওয়ে থানাকে খবর দেওয়া হয়েছে। তবে লালমনিরহাট রেলওয়ে থানার পক্ষ থেকেও ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি।