05/01/2025 ভাঙ্গায় ড্রাম ট্রাকের চাপায় এক ইমামের মৃত্যু
বিদেশবার্তা
২২ নভেম্বর ২০২২ ০৪:২৪
ভাঙ্গা (ফরিদপুর) থেকে : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কে আতাদী সুগন্ধা ফিলিং স্টেশনের সামনে অজ্ঞাত ড্রাম ট্রাকের চাঁপায় মোটরসাইকেল চালক এক ইমামের মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেল আরোহী একজন আহত হয়েছে। নিহত ইমামের নাম মোহাম্মদ আরিফ হোসেন মাতুব্বর (২৯) পিতা হাসেম মাতুব্বর, বাড়ি সদরপুর উপজেলার ঢেকখালি ইউনিয়নের বাবুরচর কাচারিডাঙ্গী গ্রামে। আহত আরোহী ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাররাকান্দা গ্রামের হাবিব ব্যাপারীর ছেলে শাহ আলম বেপারী (২২)। নিহত আরিফ হোসেন ফুকুরহাটি গ্রামের বেপারী পাড়া মসজিদের ইমাম ছিলেন।
সোমবার (২১ নভেম্বর) দুপুরে ফ্লাইওভার থেকে ঢালে নামার সময় এদুর্ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহত ইমাম আরিফ হোসেন তার মসজিদের মাহফিলের পোস্টার নেয়ার জন্য ভাঙ্গায় আসতে ছিলেন। তিনি বগাইল ফ্লাইওভার পার হয়ে ঢালে নামার সময় সুগন্ধা ফিলিং স্টেশন এর সামনে একটি ড্রাম ট্রাক পিছনের দিকে ঘুরাচ্ছিলেন। এ সময় ওই ড্রাম ট্রাকের চাপায় ইমাম ও আরোহী দুই জনই গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত্যু ঘোষণা করেন ও গুরুতর আহত শাহ আলম কে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ড্রাম ট্রাক ও মোটর সাইকেলের নম্বর জানা যায়নি। আরিফের লাশ পরিবারের নিকট হস্তান্তর করেন।
এ ঘটনায় তদন্তকারী অফিসার ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) আরিফ জানান, পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। ড্রাম ট্রাক পাওয়া যায়নি।