05/02/2025 ১৯ নভেম্বর আ’লীগের উপদেষ্টা পরিষদের সভা
মো: মনিরুল ইসলাম
১৫ নভেম্বর ২০২২ ২০:২২
নিজস্ব প্রতিবেদক : আগামী ১৯ নভেম্বর শনিবার আ’লীগের উপদেষ্টা পরিষদের সভা আহ্বান করা হয়েছে। ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।
আ’লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।
সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় আ’লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
সভায় আ’লীগের উপদেষ্টা পরিষদের সদস্যদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার জন্য আ’লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।