05/02/2025 ফেনীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
মো: মনিরুল ইসলাম
৯ নভেম্বর ২০২২ ২৩:৫৩
বিদেশবার্তা ডেস্ক : ফেনীর সদর উপজেলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
বুধবার (৯ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুলহামিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ মো. মোস্তফা কামাল জানান, সকালে যাত্রীবাহী একটি বাস চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল; পথে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক অংশের সংস্কার চলছে। এ কারণে সব গাড়ি অন্য অংশ দিয়ে চলাচল করছিল। এতেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান পুলিশ কর্মকর্তা।