05/02/2025 হাসপাতাল ছেড়েছেন ইমরান খান
মো: মনিরুল ইসলাম
৭ নভেম্বর ২০২২ ১৮:৪৬
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রবিবার (৬ নভেম্বর) হাসপাতাল ছেড়েছেন।
সরকারের সিনিয়র এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, একটি ব্যর্থ হত্যা চেষ্টায় পায়ে গুলিবিদ্ধ হওয়ার তিন দিন পর তিনি হাসপাতাল ছাড়লেন।
ইমরান খানের অভিযোগ, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হামলার সঙ্গে জড়িত ছিলেন। এপ্রিলে তাকে ক্ষমতাচ্যুত করার পর দেশটির রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। খবর এএফপি’র।
সাবেক তথ্যমন্ত্রী ফাওহাদ চৌধুরী এএফপিকে জানিয়েছেন ইমরান খান হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। স্থানীয় একটি টিভি চ্যানেলে ইমরানকে নীল গাউন পরিহিত অবস্থায় হুইল চেয়ারে করে লাহোর ক্লিনিক থেকে বেরিয়ে আসতে দেখা গেছে।
৭০ বছর বয়সী খান বৃহস্পতিবার (৩ নভেম্বর) পূর্বাঞ্চলীয় নগরী ওয়াজিরাবাদে এক রাজনৈতিক সমাবেশে নেতৃত্বদানকালে হামলায় আহত হন। হামলার পর এক ব্যক্তিকে আটক রাখা হয়েছে। সরকারি কর্মকর্তারা বলেছেন, এই হামলা একজন বন্দুকধারীর কাজ এবং ধর্মীয় চরমপন্থার একটি অত্যন্ত স্পষ্ট ঘটনা। পুলিশ মিডিয়ায় ফাঁস করা একটি স্পষ্ট স্বীকারোক্তিমূলক ভিডিওতে একমাত্র সন্দেহভাজনকে বলতে শোনা গেছে যে খানের কনভয় নামাজের আযানে বাধা দিচ্ছিল বলে সে খানকে হত্যা করার চেষ্টা করেছিল।
তবে খান শুক্রবার হাসপাতাল থেকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় জোর দিয়ে বলেন যে, দুই বন্দুকধারী জড়িত ছিল এবং শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা এই চক্রান্তের পিছনে ছিলেন। তবে সরকার ও সামরিক বাহিনী এসব দাবি মিথ্যা ও বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছে এবং খানের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছে। সূত্র-বাসস।