05/10/2025 রংপুরে বিএনপির সমাবেশকে ঘিরে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
মো: মনিরুল ইসলাম
২৯ অক্টোবর ২০২২ ০৩:১৯
রংপুর থেকে : রংপুরে শনিবার (২৯ অক্টোবর) বিএনপির সমাবেশকে ঘিরে বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ ও ভোগান্তি দেখা দিয়েছে। জেলা মোটর মালিক সমিতির ডাকা পরিবহন ধর্মঘটের কারণে আন্তঃজেলা ও দূরপাল্লাার সব ধরনের বাস, ট্রাক, পিকআপ চলাচল বন্ধ রয়েছে। প্রশাসনিক হয়রানি ও মহাসড়কে নছিমন করিমন বন্ধের দাবিতে এ পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রংপুর জেলা মোটর মালিক সমিতি।
শুক্রবার (২৮ অক্টোবর) সকাল সাতটা থেকে ৯টা পর্যন্ত রংপুর-ঢাকা মহাসড়ের মডার্ন মোড়, কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়কের মাহিগঞ্জ সাতমাথা, দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড়-নীলফামারী মহাসড়কের মেডিকেল মোড়, নগরীর কামারপাড়া মহাসড়কে কোনো যাত্রীবাহী বাসের দেখা মিলছে না। নেই ট্রাকও। কিছু অটোরিকশা চলাচল করছে। পরিবহন ধর্মঘটের কারণে বিড়ম্বনায় পড়ছেন অনেক যাত্রী।
রংপুরে বিএনপির গণসমাবেশ শনিবার কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এই সমাবেশের আগে খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহের গণসমাবেশের পর একইভাবে সমাবেশের আগে পরিবহন মালিক সমিতির সংগঠন রংপুর জেলা মোটর মালিক সমিতি পরিবহন ধর্মঘটের ডাক দেয়। সকাল ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই ধর্মঘট চলবে।