05/04/2025 ‘মানিকা মডেল একাডেমি’তে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
মনিরুল ইসলাম ফরাজী
২৩ অক্টোবর ২০২২ ০৫:৫৩
মনিরুল ইসলাম ফরাজী: সরকারি বিধি মোতাবেক ‘মানিকা মডেল একাডেমি’তে জরুরী ভিত্তিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাটে অবস্থিত নতুন এই প্রতিষ্ঠানটিতে উল্লেখিত পদে ১ জন করে শিক্ষক নিয়োগ দেয়া হবে।
সহকারী শিক্ষক আরবী, গনিত, বাংলা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান ও সাধারণ বিজ্ঞান।
শিক্ষাগত যোগ্যতা (ইন্টার শেষ/অনার্স/ডিগ্রি সমমান) নিয়োগ দেয়া হবে।
এ ছাড়াও ১ জন সহকারী শিক্ষক নূরানী (প্রশিক্ষণ প্রাপ্ত) ও পিয়ন নিয়োগ দেয়া হবে।
আগ্রহীদেরকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ স্ব-হস্তে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা মো: মোবারাকুল কারীম, ইমাম, মানিকা বাজার জামে সমজিদ, বোরহান উদ্দিন, ভোলা। মোবাইল: ০১৭১৮-৮৮৪৬৪৮, ০১৯১২-২৪২১২১১। ইমেইল : [email protected]