05/01/2025 ইউক্রেনের ১০৮ নারীকে মুক্তি দিল রাশিয়া
আল আমিন
১৯ অক্টোবর ২০২২ ০৩:২৮
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এ যাবতকালের সবচেয়ে বড় বন্দী বিনিময়ের চুক্তি কার্যকর হয়েছে। যার আওতায় দুই পক্ষ ২১৮ জন বন্দিকে মুক্তি দিয়েছে। এর মধ্যে ইউক্রেনের ১০৮ জন নারী রয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক বলেছেন, “আজকে যুদ্ধবন্দীদের একটি বিনিময় চুক্তি বাস্তবায়ন করা হলো, বন্দী দশা থেকে আমরা ১০৮ জন নারীকে মুক্ত করতে সক্ষম হয়েছি।”
ইউক্রেনের কর্মকর্তা জানান, মুক্ত হওয়া বন্দীদের মধ্যে মারিওপলের আজভস্তাল স্টিল ওয়ার্কস থেকে আটক ৩৭ নারী বন্দী রয়েছেন।
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেন ১১০ জন বন্দিকে মুক্তি দিয়েছে। যার মধ্যে ৮০ জন বেসামরিক জাহাজের ক্রু এবং ৩০ জন সেনা।
সূত্র: গার্ডিয়ান।
বিদেশ বার্তা/ এএএ