05/02/2025 আফগানিস্তানের কাছে হারল বাংলাদেশ
আল আমিন
১৮ অক্টোবর ২০২২ ০৩:৪০
স্পোর্টস ডেস্ক: রোববার থেকে অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। শুরুতেই হচ্ছে বাছাই পর্বের খেলা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানদের কাছে ৬৪ রানে হেরেছে বাংলাদেশ। আফগানদের দেওয়া ১৬১ রানের টার্গেটের জবাবে খেলতে নেমে টাইগাররা থেমেছে ৯৮ রানে, হারিয়েছে ৯ উইকেট।
সোমবার অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আগে ব্যাট করে মোহাম্মদ নবির ব্যাটিং তাণ্ডবে ৭ উইকেটে ১৬০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আফগানিস্তান।
দলের হয়ে মাত্র ১৭ বলে ৫টি ছক্কার আর একটি বাউন্ডারির সাহায্যে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। এছাড়া ৩৯ বলে ৪৬ রান করেন ইবরাহিম জাদরান। বাংলাদেশ দলের হয়ে তাসকিন নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন মাহমুদুল হাসান ও সাকিব আল হাসান।
ব্যাট করতে নেমে শুরুতেই ৪৭ রানেই ৭ উইকেট হারায় টাইগাররা। এরপর আর ঘুরে দাঁড়ানো হয়নি। এদিনও যথারীতি ব্যর্থ ছিলেন নাজমুল শান্ত। ৯ বলে ১২ রান করেন তিনি। সৌম্য সরকারও ফিরেছেন ৪ বলে ১ রান করে। আফিফ হোসেন ধ্রুবও গোল্ডেন ডাক। সাকিবও করেছেন ৪ বলে করেন ১ রান।
বাংলাদেশে হয়ে মোসাদ্দেক হোসেন সর্বোচ্চ রান করেছেন ২৯।
বিদেশ বার্তা/ এএএ