05/01/2025 আওয়ামী লীগ সব সময় সন্ত্রাস সৃষ্টি করে: ফখরুল
আল আমিন
১৫ অক্টোবর ২০২২ ০১:০৪
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ময়মনসিংহের বিএনপির সমাবেশকে বাধা দিতে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচীর ডাক দেয়া থেকে প্রমাণ হয় আওয়ামী লীগ কখনও গণতন্ত্রে বিশ্বাস করে না। তারাই সব সময় সন্ত্রাস সৃষ্টি করে, গণতন্ত্রকে ধ্বংস করার কাজ করেছে।
শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে এখন একটি এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই কথা একটি সময় শুধু আমরা বা অন্য দলগুলো বলতো, এখন তো তাদের (আওয়ামী লীগ) এর সহযোগী দল জাতীয় পার্টির প্রধান কাদের সাহেব স্পষ্ট করে বলেছেন বাংলাদেশে গণতন্ত্রের নামে এক নায়কতন্ত্র চলছে।
বিএনপির এই নেতা আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, আগামীকাল ময়মনসিংহে একটি সমাবেশের ডাক দিয়েছিলেন বিএনপি। কিন্তু ইতিমধ্যে সেখানে আওয়ামী লীগের আসল চেহারা বের হয়ে গেছে। তারা (আওয়ামী লীগ) কোন কারণ ছাড়া বিএনপির সমাবেশকে নষ্ট করার জন্য সেখানে একটি সমাবেশ ডেকেছে, যেটার কোন কারণ ছিলো না।
বিদেশ বার্তা/ এএএ