05/02/2025 রাজনীতি থেকে পাকিস্তানের সেনাবাহিনী দূরে থাকবে: কামার বাজওয়া
মো: মনিরুল ইসলাম
৬ অক্টোবর ২০২২ ০২:২৭
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান কামার জাভেদ বাজওয়া বলেছেন, ‘দেশের রাজনীতি থেকে সশস্ত্র বাহিনী দূরে থেকেছে এবং ভবিষ্যতেও দূরে থাকবে।’
ওয়াশিংটনের পাকিস্তান দূতাবাসে এক বক্তব্যে পাক সেনাপ্রধান এই মন্তব্য করেন।
ওয়াশিংটনে পাকিস্তানের এই সেনাপ্রধান আগামী নভেম্বরে বাহিনীতে তার দ্বিতীয় মেয়াদ পূর্ণ হওয়ার পর অবসরে যাবেন বলেও জানান।
কামার বাজওয়া দেশের অর্থনীতি নিয়ে বলেন, দুর্বল অর্থনীতি পুনরুদ্ধার করা অংশীজনদের (স্টেকহোল্ডার) অগ্রাধিকার হওয়া উচিত। শক্তিশালী অর্থনীতি ছাড়া কূটনীতি হয় না, শক্ত অর্থনীতি ছাড়া দেশ লক্ষ্য অর্জন করতেও পারে না।