05/02/2025 হামলা বন্ধে রাশিয়াকে ঈশ্বরের দোহাই দিলেন পোপ ফ্রান্সিস
আল আমিন
১৪ মার্চ ২০২২ ০৪:৪০
আন্তর্জাতিক ডেস্ক: খ্রিস্টধর্মের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিস অভিযোগ করেছেন, ইউক্রেনের নাগরিকরা ‘গণহত্যা’র শিকার হচ্ছেন। তিনি বলেছেন, হত্যাকাণ্ড বন্ধ করুন। ইউক্রেনের শিশু হাসপাতাল এবং বেসামরিক নাগরিকদের বাসভবনে হামলাকে ‘বর্বর’ কর্মকাণ্ড বলে উল্লেখ করেন তিনি।
রবিবার এক বক্তৃতায় ভ্যাটিকান সিটিতে তিনি এই হত্যাকাণ্ড বন্ধ করার আহ্বান জানান পোপ ফ্রান্সিস।
এসটি পিটারস স্কয়ারে এক সমাবেশে পোপ ফ্রান্সিস বলেন, হামলার বৈধ এবং কৌশলগত কোনো কারণ নেই। ঈশ্বরের দোহায় ভুক্তভোগীদের কান্না শুনুন, বোমা হামলা এবং আক্রমণ বন্ধ করুন। এ সময় তিনি ইউক্রেনের নাগরিকদের ‘হত্যা’ বন্ধ করার আহ্বান জানান।
রবিবার (১৩ মার্চ) ইউক্রেনে রুশ সামরিক অভিযান ১৮তম দিনে গড়িয়েছে। পোল্যান্ডের সীমান্তের কাছে ইউক্রেনের এক বিশাল সামরিক ঘাঁটিতে রাশিয়ার বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫! আহত হয়েছে আরও ৫৭ জন।
রবিবার ভোরে ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিদেশি সামরিক প্রশিক্ষকরা এই ঘাঁটিতে কাজ করতেন। রয়টার্স এই তথ্য জানিয়েছে।
রাজধানী কিয়েভের উপকণ্ঠে দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াই চলছে। কিয়েভে সর্বাত্মক রুশ হামলার আশঙ্কা করা হচ্ছে।
বিদেশ বার্তা/ এএএ