05/01/2025 বগুড়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে নিহত ১
আল আমিন
৩ অক্টোবর ২০২২ ০৭:১৯
নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলার শেখেরকোলার তেলিহারা গ্রামে জুয়া খেলাকে কেন্দ্র করে মারপিটে মাছ ব্যবসায়ী গোপাল চন্দ্র দাস (৫০) নিহত হয়েছেন। নিহত গোপাল ওই এলাকার চিত্তরঞ্জন দাসের ছেলে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে বিপ্লব, গোপালসহ চার- পাঁচজন মিলে তাসের মাধ্যমে জুয়া খেলছিল। খেলার এক পর্যায়ে গোপালের সাথে বিল্পবের কথাকাটি ও হাতাহাতি ও মারপিটের ঘটনা ঘটে। মারপিটের পর যে যারমত বাড়ি চলে যায়। বাড়িতে যাওয়ার পর গোপাল বুকে ব্যথা অনুভব করে এবং পরিবারের সবাইকে জানায় জুয়া খেলার সময় বিপ্লব তাকে বুকে লাথি মেরেছে। পরে পরিবারের লোকজন গোপালকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার এস আই ইমতিয়াজ আহমেদ জানান, অভিযোগ পাওয়ামাত্র ভোরে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হল, কাজল চন্দ্র সরকার (৩২), পাপ্পু সরকার (৩৫), হেলাল মিয়া (৪০) এবং বিমল চন্দ্র সরকার (৩৭)। এঘটনার মূল হোতা মূল বিপ্লব পলাতক রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিদেশ বার্তা/ এএএ