05/01/2025 সবাইকে রাজনীতি সচেতন হতে হবে: স্পিকার
আল আমিন
১৮ সেপ্টেম্বর ২০২২ ০৪:২৫
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সবাইকে রাজনীতি করতে হবে তা নয়, কিন্তু রাজনীতি সচেতন হতে হবে। কেননা দেশটা আমাদের। দেশের কল্যাণে অবদান রাখতে গেলে সংবিধান নিয়ে আমাদের ভালোভাবে জানাশোনা থাকতে হবে এবং সে লক্ষ্যে কাজ করতে হবে, দেশপ্রেমকে জাগ্রত রাখতে হবে।
আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে বাংলাদেশ ইয়ুথ সামিট-২০২২ এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, বাংলাদেশে অনেক সংগঠন মানুষের জন্য কাজ করে। তাদের সবার কাছেই আমি একটা কথা বলি। আমাদের আশপাশে বিভিন্ন পেশাজীবী মানুষ আছেন। সকলের আয় সমান না। ফলে, সবার জীবনধারার মধ্যে আমরা একই সুযোগ-সুবিধার সুষম বণ্টন দেখিনি। কাজেই, তাদের সুযোগের সুষম বণ্টনের বিষয়টি আমাদের গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তন আজ পুরো বিশ্বকে ব্যাপক ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। সেখানে আমাদের দেশের যুব-সমাজ কি করতে পারে, আমাদের সেটি নির্ধারণ করতে হবে। এ বিষয়ে তৃণমূল পর্যায়ে সচেতন করতে হবে। আমরা যদি অঞ্চলভিত্তিক সচেতনতা বৃদ্ধি করতে পারি, তাহলে আগামী দিনে আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব। পাশাপাশি সামাজিক বনায়ন বৃদ্ধি করতে হবে।
স্পিকার আরও বলেন, পোস্ট কোভিড আমাদের অসংখ্য নতুন চ্যালেঞ্জ এসেছে। সে চ্যালেঞ্জ উত্তরণে আপনাদের ভাবতে হবে, ইকোনমিক রিকভারির কথা আমরা ভাবছি, সেখানে নারী, পুরুষ সমগ্র মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে। টেকসই উন্নয়ন আমরা বলছি, প্রাকৃতিক হোক বা অন্য মাধ্যমে প্রাপ্ত সম্পদের যথাযথ ব্যবহার করতে হবে। না হলে আগামী দিনে বিশ্বকে অফার করার কিছুই থাকবে না।
বিদেশ বার্তা/ এএএ