05/02/2025 বিএনপি দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে উস্কানি দিচ্ছে
আল আমিন
১১ মার্চ ২০২২ ০৫:২৪
নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে উস্কানি দিচ্ছে। তিনি বলেন, ‘করোনা ও যুদ্ধের কারণে সমগ্র বিশ্বে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে জেনেও বিএনপি নেতারা অন্ধের মতো কথা বলছেন।’
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে জাপান দূতাবাস আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
হাছান মাহমুদ অভিযোগ করে বলেন, বিএনপি মতাদর্শের অনেক ব্যবসায়ী অবৈধভাবে পণ্য মজুত করে সংকট তৈরির মাধ্যমে দাম বাড়াচ্ছে। এসব ব্যবসায়ীকে ইন্ধন জোগাচ্ছে বিএনপি। তারা দলগতভাবে এই কাজ নিয়েছেন এবং সমুদ্রের ওপার থেকেও কিছু কিছু ব্যবসায়ীকে বাতাস দেয়া হচ্ছে যাতে পণ্য মওজুদ করে দ্রব্যমূল্য বৃদ্ধি করা হয়। সরকার ইতোমধ্যে সেসব ব্যবসায়ীকে শনাক্ত করেছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, ‘রাশিয়া- ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবীব্যাপী দ্রব্যমূল্য বেড়েছে। ইউরোপে গত ১৩ বছরের মধ্যে খাদ্যপণ্যের দাম বর্তমানে সর্বোচ্চ। আমেরিকা অনেক দূরে হলেও সেখানে এবং ভারত, পাকিস্তানেও দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে।
ইউরোপের তুলনায় বাংলাদেশে দ্রব্যমূল্য সেভাবে বাড়েনি, কিছু আমদানি নির্ভর পণ্যের দাম বেড়েছে। মির্জা ফখরুল সাহেবরা এগুলো জানেন, জেনেও তারা আহাম্মকের মতো কথা বলেন।’
বিদেশ বার্তা/ এএএ