05/02/2025 জাতীয় সংসদের ১৭তম অধিবেশন ২৮ মার্চ
মো: মনিরুল ইসলাম
১১ মার্চ ২০২২ ০৪:৫১
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন শুরু ২৮ মার্চ। ওই দিন বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হবে। তার আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়কাল নির্ধারণ করা হবে।
বৃহস্পতিবার (১০ মার্চ) বিকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
চলতি বছরের দ্বিতীয় এবং একাদশ সংসদের সপ্তদশ অধিবেশনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন পাস হবে। নিয়মরক্ষার এ অধিবেশনেও করোনা বিধি-বিধান মেনে চলবে। সংসদ সদস্য ও তাদের স্টাফদের করোনা নেগেটিভ সনদ দেখিয়ে প্রবেশ করতে হবে।
কার্যপ্রণালিবিধি অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আর একটি অধিবেশন শুরু করার বাধ্যবাধকতা রয়েছে।