05/04/2025 চা শ্রমিকদের সঙ্গে শনিবার প্রধানমন্ত্রীর মতবিনিময়
আল আমিন
৩১ আগস্ট ২০২২ ০২:২৬
নিজস্ব প্রতিনিধি: আগামী শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে দেশের চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেছেন, সব কিছু আলোচনা করে যা হয়েছে সেটা হচ্ছে, শ্রমিকদের পক্ষে প্রধানমন্ত্রী দৈনিক মজুরি নির্ধারণ করে দিয়েছেন ১৭০ টাকা।
মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের দাবি ছিল, প্রধানমন্ত্রীর সঙ্গে তারা সরাসরি কথা বলতে চান। তাদের সেই ইচ্ছা পূরণ হতে চলেছে।
এর আগে গত শনিবার (২৭ আগস্ট) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী চা বাগান মালিকদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে চা বাগান শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়। নতুন দৈনিক মজুরি অনুযায়ী চা শ্রমিকদের অন্যান্য সুবিধা আনুপাতিক হারে বাড়বে।
বিদেশ বার্তা/ এএএ