05/04/2025 লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
আল আমিন
১৯ আগস্ট ২০২২ ০৮:২১
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা মোঃ ইব্রাহীমের মেয়ে ফারিয়া আক্তার (৪) এবং সোনাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে রিজু আক্তার (২) পানিতে ডুবে মারা যায়।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, আজ দুপুরে নিজ বাড়ির উঠানে খেলছিলো ফারিয়া। পরিবারের লোকজন এসময় পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। এক পর্যায়ে ফারিয়া বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। অপরদিকে দুপুর ১২টার সময় রান্নাঘরে মায়ের পাশেই খেলাধুলা করছিলো রিজু, এক পর্যায়ে রিজুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন। অনেক খোঁজাখুজির পর বাড়ির পাশের পুকুরের পানিতে তাকে ভেসে থাকতে দেখা যায়।
পরে প্রতিবেশী লোকজন শিশু রিজুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তন্ময় কুমার পাল দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
তাদের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
বিদেশ বার্তা/ এএএ