05/01/2025 মেক্সিকোতে একাধিক গাড়ির সংঘর্ষ, নিহত ৯
মো: মনিরুল ইসলাম
২৮ জুলাই ২০২২ ২০:৩২
আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় গুয়েরো রাজ্য একাধিক গাড়ির সংঘর্ষে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন।
স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাটি স্থানীয় সময় সকাল ৬ টা ৩৫ মিনিটে গুয়েরোর কোস্টা গ্র্যান্ডে অঞ্চলের আকাপুলকো-জিহুয়াতানেজো হাইওয়েতে ঘটে।
কর্মকর্তারা জানান, একটি প্রাইভেটকারের চালক একটি পণ্যবাহী ট্রাককে ওভারটেক করতে চান। এ সময় ট্রাকের পেছনে ধাক্কা লেগে হারিয়ে হাইওয়ের বিপরীত দিকে চলে যায় গাড়িটি। সেখানে আরেকটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। তাদের আতোয়াক ডি আলভারেজ শহরের একটি আঞ্চলিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র: এনডিটিভি।