05/01/2025 দেশের খোলা বাজারে রেকর্ড দামে ডলার বিক্রি
আল আমিন
২৭ জুলাই ২০২২ ১১:৫৭
নিজস্ব প্রতিবেদক: দেশের খোলা বাজারে মার্কিন ডলারের দাম আরও বেড়েছে। এর বিপরীতে টাকার মান আরও কমেছে। মঙ্গলবার খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ১১২ টাকায়, যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
সংকট কাটাতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। এরপরও সংকটের সুযোগ নিয়ে ইচ্ছেমতো দামে খোলাবাজারে ডলার বিক্রি করছেন ব্যবসায়ীরা।
এর আগে এক দিনে ডলারের দাম এতটা কখনো বাড়েনি। গতকালও (সোমবার) ডলার ১০৭ টাকায় বিক্রি হয়েছে।
ডলার কেনাবেচায় জড়িত ব্যবসায়ীরা বলছেন, দেশে গত কয়েক সপ্তাহে খোলা বাজারে দ্রুত ডলারের দর বৃদ্ধি পেয়েছে। গতকালও ১০৭ টাকায় ডলার মিলেছে। এক দিনের ব্যবধানে ডলারের দাম ৫ টাকা বেড়ে গেছে।
এদিকে খোলা বাজারের পাশাপাশি আন্তঃব্যাংক লেনদেনেও ডলারের দাম ঊর্ধ্বমুখী।গতকালও (সোমবার) আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম ছিল ৯৪ টাকা ৭০ পয়সা।
গত বছরের ২৬ জুলাই প্রতি ডলারের দাম ছিল ৮৪ টাকা ৮০ পয়সা। এর বিপরীতে গত এক বছরে টাকার মূল্য কমেছে ১১ দশমিক ৬৭ শতাংশ।
বিদেশ বার্তা/ এএএ