05/01/2025 জয়রামপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
আল আমিন
২৩ জুন ২০২২ ০৪:৩৩
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জয়রামপুরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বুধবার বিকেল চারটার দিকে এ দূর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে দুজন।
নিহত সুমন আলী (১৪) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে। আহত দুজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দামুড়হুদা থানার এসআই আনিছুর রহমান জানান, সুমন ও তার দুজন বন্ধু এক মোটরসাইকেলে চড়ে দামুড়হুদার জয়রামপুর গ্রাম থেকে দর্শনার দিকে যাচ্ছিল। জয়রামপুর কাঠালতলায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে সুমন মারা যায়। আহত হয় তার বন্ধু ফখরউদ্দিন (১৩) ও তানিম (১৪)। এই দুজনের বাড়িও জয়রামপুর গ্রামে। আহত দুজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিদেশ বার্তা/ এএএ