05/01/2025 ইউক্রেন ইস্যুতে শি জিনপিং ও পুতিনের ফোন আলাপ
আল আমিন
১৬ জুন ২০২২ ০৫:১৬
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোন আলাপ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। টেলিফোন আলাপে চীনের প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেন সংকট নিয়ে কাজ করার প্রস্তাব দিয়েছেন।
আল জাজিরার খবর অনুসারে, পুতিনকে শি জিনপিং বলেছেন—ইউক্রেন সংকট সমাধানে সকল পার্টির দায়িত্বশীল উপায়ে কাজ করা উচিত।
রাশিয়ার অন্যতম ঘনিষ্ঠ মিত্র চীন ইউক্রেন আক্রমণের নিন্দা জানায়নি। তবে সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেছে জিনপিং সরকার।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়েছে, সর্বশেষ টেলিফোন আলাপে পুতিনকে ইউক্রেন সংকট সমাধানে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন শি জিনপিং।
আল জাজিরার খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে চীন –রাশিয়া ঘনিষ্ঠ হয়েছে। গত ফেব্রুয়ারিতে পুতিন-শি জিনপিং বিস্তৃতক্ষেত্রে কৌশলগত চুক্তিপত্রে স্বাক্ষর করে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরুর পর থেকেই পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করে লাখ লাখ ইউক্রেনীয়।
এদিকে ন্যাটো প্রধান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে দেশ রক্ষায় ইউক্রেন কঠিন মূল্য দিচ্ছে। রাশিয়াও ব্যাপক হতাহতের শিকার হচ্ছে।
সূত্র: সিএনএন।
বিদেশ বার্তা/ এএএ