05/02/2025 খাদ্য সঙ্কট কমাতে কৃষি কাজের জন্য সরকারি কর্মীদের ছুটি দেবে শ্রীলঙ্কা
আল আমিন
১৬ জুন ২০২২ ০৩:২৫
আন্তর্জাতিক ডেস্ক: অর্থনৈতিক সঙ্কটে বিপাকে শ্রীলঙ্কা। খাবার নেই, ওষুধ নেই, বৈদেশিক মুদ্রার রিজার্ভও ফাঁকা! সবমিলিয়ে ‘নেই আর নেই’-এর দেশ শ্রীলঙ্কা।
এমন সঙ্কট মোকাবেলায় বিশ্ব ব্যাংক, আইএমএফ কিংবা বিশ্বের অন্য শক্তিশালী অর্থনীতির দেশগুলোকেও পাশে পাচ্ছে না লঙ্কা প্রশাসন।
তাই এবার সঙ্কট মেটাতে স্বদেশি সম্পদ ব্যবহারে মন দিয়েছে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের প্রশাসন।
এবার ফসল ফলানোর জন্য সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের সাপ্তাহিক ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি চাকরি করা প্রায় ১০ লাখ শ্রীলঙ্কানকে আগামী তিন মাস শুক্রবার অতিরিক্ত ছুটি দেওয়ার প্রস্তাবনা আনা হয়েছে।
শ্রীলঙ্কা সরকারের দাবি, এই উদ্যোগের ফলে খাদ্য সঙ্কট কমাতে এবং ফল ও সবজির উৎপাদন বাড়াতে সাহায্য করবে।
শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার ভাণ্ডার নিঃশেষ হয়ে গেছে এবং জ্বালানি আমদানি করতে গিয়ে দেশটি এখন হিমশিম খাচ্ছে। পেট্রোল পাম্পগুলোর সামনে দেখা গেছে দীর্ঘ লাইন। ফলে দেশটির গণপরিবহন খাতও বিপর্যস্ত হয়েছে।
করোনাভাইরাস মহামারি, ক্রমবর্ধমান জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে বড় ধরনের সঙ্কটে রয়েছে শ্রীলঙ্কার অর্থনীতি। বিদেশি মুদ্রার তীব্র সঙ্কট এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতিতে শ্রীলঙ্কায় ওষুধ, জ্বালানি ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রীর সঙ্কটও চরমে উঠেছে।
দেশটিতে সরকারির কর্মচারীর সংখ্যা প্রায় ২০ লাখ। শ্রীলঙ্কার সরকার চায়, এই বাড়তি ছুটির দিনে সরকারি কর্মচারীরা তাদের বাড়ির আশেপাশে বা অন্যত্র পতিত জমি ব্যবহার করে নানা রকম ফসল ফলাবেন। উৎপাদিত শস্য সে দেশে খাদ্য সঙ্কট মোকাবিলায় সহায়ক হবে।
সূত্র: বিবিসি।
বিদেশ র্ব্তা/ এএএ