05/02/2025 ইউক্রেনের জন্য নিরাপত্তা সহায়তা প্যাকেজ ঘোষণা করল ২০ টি দেশ
আল আমিন
২৫ মে ২০২২ ০২:২৮
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমা ২০টি দেশ রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধে ইউক্রেনের জন্য নিরাপত্তা সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। একইসঙ্গে দেশগুলো কিয়েভে জাহাজবিধ্বংসী হারপুন লঞ্চারসহ আরও অধিক উন্নততর প্রযুক্তির অস্ত্র পাঠানোর প্রত্যয় ব্যক্ত করেছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এসব তথ্য জানিয়েছেন।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ইউক্রেনের জন্য নিরাপত্তা সহায়তা প্যাকেজ ঘোষণাকারী দেশের মধ্যে রয়েছে ইতালি, গ্রিস, নরওয়ে এবং পোলান্ড।
এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, ইউক্রেনের অগ্রাধিকার এবং যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নিয়ে আমরা সবাই গভীর উপলব্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। অনেক দেশ অতি গুরুত্বপূর্ণ আর্টিলারি গোলাবারুদ, উপকূল প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাংক এবং সাঁজোয়া যান সহায়তা করছে। আর অন্যরা ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেওয়ার অঙ্গীকার করেছে । সূত্র: গার্ডিয়ান।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর দেশটির রাজধানী কিয়েভসব প্রায় জায়গায় হামলা চালায় রুশ সেনারা। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত কয়েক হাজার ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। এ সময় বাধ্য হয়ে দেশ ছেড়েছেন ৬৫ লাখেরও বেশি ইউক্রেনীয়। সূত্র: আল-জাজিরা।
বিদেশ বার্তা/ এএএ