05/02/2025 মাথাপিছু আয় ২৮০০ ডলার ছাড়িয়েছে
মো: মনিরুল ইসলাম
১১ মে ২০২২ ০০:২৪
নিজস্ব প্রতিবেদক : দেশের মাথাপিছু আয় ২৫৯১ ডলার থেকে বেড়ে ২৮২৪ ডলার হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মঙ্গলবার (১০ মে) একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।
তিনি বলেন, ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ২৫৯১ ডলার থেকে বেড়ে হয়েছে ২৮২৪ ডলার। আর জিডিপি প্রবৃদ্ধির হার হয়েছে ৭ দশমিক ২৫ শতাংশ, গত বছর ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।